Main Menu

চট্টগ্রাম প্রতিনিধি::

পুলিশ হেডকোয়াটারের নির্দেশে সিএমপি ১৬টি থানায় নারী নির্যাতন প্রতিরোধ সভা অনুষ্ঠিত হবে।

পুলিশ হেডকোয়াটারের নির্দেশে সিএমপি ১৬টি থানায় নারী নির্যাতন প্রতিরোধ সভা অনুষ্ঠিত হবে।

মোঃ আল আমিন চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ পুলিশের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল জনাব ড. বেনজীর আহমেদ,বিপিএম (বার) মহোদয়ের নির্দেশক্রমে সারা বাংলাদেশের মতো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

আগামী ১৭ অক্টোবর ২০২০ ইং রোজ শনিবার বিকেল ৩ ঘটিকা হতে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর ১৬ টি থানা এলাকার ৯৫ টি বিটে ‘নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ’ অনুষ্ঠিত হবে।

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সর্বদা নগরবাসীর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধ এবং নারী নির্যাতন প্রতিরোধে জনমনে সচেতনতা সৃষ্টিই এই সমাবেশের মূল উদ্দেশ্যে,

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ নগরীর প্রতিটি সদস্যের বক্তব্য শ্রবণ এবং সমস্যা সমাধানে সদা তৎপর, নগরীর বিভিন্ন থানায় স্থাপিত নারী ও শিশু হেল্প ডেস্কে দ্রুততম সময়ে আইনী সহায়তা প্রাপ্তির উপায় সম্পর্কে আয়োজিত সমাবেশে ধারণা প্রদান করা হবে।

নারীর প্রতি সহিষ্ণুতা সৃষ্টি এবং সহিংসতা প্রতিরোধই এই সমাবেশের অন্যতম লক্ষ্য। সমাবেশে সমাজের সকল স্তরের নারীদের সানুগ্রহ উপস্থিতি এবং স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করে সভা সমাপ্তি করা হয়


error: কপি করা নিষেধ !!
%d bloggers like this: