Main Menu

নাসির নগর প্রতিনিধঃ

আসন্ন ইউপি নির্বাচনে ব্রাম্মন বাড়িয়া জেলা নাসির নগর থানা’র ৯নং চাপরতলা ইউপি নির্বাচনে সাধারন মানুষের প্রত্যাশা রয়েছে অনেক

আসন্ন ইউপি নির্বাচনে ব্রাম্মন বাড়িয়া জেলা নাসির নগর থানা’র ৯নং চাপরতলা ইউপি নির্বাচনে সাধারন মানুষের প্রত্যাশা রয়েছে অনেক। নিজস্বঃ- (প্রতিনিধি মিজানুর রহমান জুয়েল)

সঠিক ও যোগ্য প্রার্থীকে ইউপি নির্বাচনে জয়ী করে উন্নয়ন দেখতে চায় চাপরতলা ইউনিয়নবাসী।এলাকাবাসী জানান , ব্রাম্মন বাড়িয়া নাসির নগর চাপরতলা ইউনিয়নটি খুবই গুরুত্বপূর্ণ ইউনিয়ন হওয়া সত্তেও তেমন কোন অবকাঠামো উন্নয়ন ঘটেনি, ফলে দূর্বিসহ কোনো উন্নয়ন মুল্যক নাগরিক সুবিধা না পেয়ে কষ্টে জীবন-যাপন করছে ৯নং চাপরতলা ইউনিয়নের হাজারো মানুষ।

এজন্য মানবতার ফেরিওয়ালা বিশিষ্ট সমাজ সেবক গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু সাম্বব্য চেয়ারম্যান প্রার্থী ৯নং চাপরতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দেখতে চায় এম বায়েজিদ আহমেদ জুনায়েদ কে সকল জনসাধারণ ও ইউনিয়নবাসী।

অপরদিকে তৃণমুল আওয়ামীলীগের নেতা-কর্মীসহ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের নেতাকর্মীরা বলছেন সারা বাংলাদেশে সড়ক ও মহাসড়কে বর্তমান আওয়ামী লীগ সরকার যেভাবে উন্নয়ন করেছেন, কিন্তু চাপরতলা ইউনিয়নে রাস্তা ঘাট সেভাবে চোখে পরছে না। তাই আগামী ইউপি নির্বাচনে নৌকার মাঝি হিসাবে অন্য কাউকে নয় সাধারণ জনগণের আস্থা ভরসা। এম বায়জিদ আহমেদ জুনাইদকেই চেয়ারম্যান হিসেবে দেখতে চান তারা।

চাপরতলা ইউনিয়নবাসীরা আরও জানান সৎযোগ্য আদর্শবান শিক্ষা অনুরাগী ক্রীড়া প্রেমী উদীয়মান সমাজ সেবক এম বায়েজিদ আহমেদ জুনায়েদ কে সাম্বব্য চেয়ারম্যান হিসেবে আমরা তাকেই বেছে নিয়েছি আমাদের সুখ দুঃখের কথাগুলো তার সাথে ভাগাভাগি করে সুন্দর ও সামাজিক ভাবে জীবন-যাপন করতে চাই এবং আরও বলেন তিনি নির্বাচিত হয়ে এলাকার সকল সমস্যা সমাধানে ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে আশা রাখছেন স্থানীয়রা।

ন্যদিকে আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে আগে থেকেই ইউনিয়নটির বিভিন্ন এলাকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যানার ফেস্টুন দিয়ে প্রচার করে যাচ্ছেন এম বায়েজিদ আহমেদ জুনায়েদ এর সমর্থকরা ও চাপরতলা ইউনিয়নবাসীরা।

এম বায়েজিদ আহমেদ জুনায়েদ বঙ্গবন্ধুর আদর্শ কে বুকে ধারণ করে ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে ও মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতেই এম বায়েজিদ আহমেদ জুনায়েদ ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে যাচ্ছেন।

এবিষয়ে সাম্বব্য চেয়ারম্যান ও নাসির নগর থানা প্রবাসী আওয়ামী লীগের সহ-সভাপতি এম বায়েজিদ আহমেদ জুনায়েদ এর কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা ও নাসির নগর ১ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা বি এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি আমাকে যোগ্য মনে করলে অবশ্যই আমাকে নৌকা প্রতীক দিবেন। এবং সেটা আমি প্রত্যাশা করি।

আসন্ন ইউপি নির্বাচনে চাপরতলা ইউনিয়ন বাসী আমাকে ভোট দিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত করলে, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের রোডমার্চে আমি অবশ্যই শরীক হবো। সেই সাথে চাপরতলা ইউনিয়নে সন্ত্রাসী চোর ডাকাতি সহ মাদকমুক্ত সব ধরনের অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণে রেখে পিছিয়ে পড়া মানুষদের ভাগ্যের দ্রুত উন্নয়ন ঘটানোর জন্য কাজ করে চাপরতলা ইউনিয়ন বাসীদের একটি আধুনিক ইউনিয়ন উপহার হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।


error: কপি করা নিষেধ !!
%d bloggers like this: