Main Menu

বাংলাদেশে আগামী সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে

বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে সোমবার। শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।

ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষের শনিবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসে। বৈঠকের পর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম। জানান, বাংলাদেশের কোনো জায়গা থেকেই চাঁদ দেখা যাবার খবর পাওয়া যায়নি। সুতরাং সোমবারই ঈদুল ফিতর পালিত হবে। আগামীকাল দেশে ৩০-তম রোজা পালিত হবে।

এবার রোজা ৩০টি হবে এমনটা আগে থেকেই ধারণা করা হচ্ছিল। গতকাল শনিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখা যায়নি। ফলে রবিবার এসব দেশে ঈদ উদযাপনের সিদ্ধান্ত হয়। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়।

করোনা মহামারির কারণে প্রায় প্রতিটি দেশেই চলছে লকডাউন। মধ্যপ্রাচ্যের বেশির ভাগ দেশে ঈদুল ফিতরের জামাতের অনুমতি দেয়া হয়নি। এছাড়া ঈদে কোলাকুলি, হ্যান্ডসেক নিষিদ্ধ। বাংলাদেশেও খোলা মাঠে ঈদুল ফিতরের জামাতের ওপর রয়েছে নিষেধাজ্ঞা। নিরাপদ দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠানের নির্দেশ দেয়া হয়েছে।


error: কপি করা নিষেধ !!
%d bloggers like this: