Main Menu

কবিতা: মহামারী

যদি সুস্থ থাকতে চাও, ঘরে থাকো সবে,

মহামারি লাগতে পারে তোমার অবহেলাতে,
এ রোগেঔষভাইরে ঘরে থাকো সবে,
তোমার হাসি কাশি হাতের ছেয়ায় এনে দিবে মহামারি রুপে,
তাইতো বলি ঘরে থাকো সবে,
যদি তুমি ঘরের বাহিরে যাও বাসায় এসে সাবান দিয়ে হাত ধুয়ে নাও সবে,
আল্লার কাছে দেওয়া কর সবে এই করোনা রক্ষা করে তবে,
তুমি অশিম, তুমি করিম দয়াময়, তুমি ছাড়া আছে কে বল
তুমি রক্ষ্যাকর তুমি রক্ষ্যাকর রক্ষ্যা করো

লেখক
লোপা মনি
৭ম শ্রেণীর ছাত্রী

শ্রমিক শহিদুল ইসলামের ফেসবুক আইডি থেকে সংগ্রহীত


error: কপি করা নিষেধ !!
%d bloggers like this: